বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

show

নাটক ''বিছন''
মূল গল্পঃ মহাশ্বেতা দেবী
নাট্যরুপঃ মোঃ মেহেদী তানজীর
নির্দেশনাঃ মোঃ মেহেদী তানজীর
নাট্যকলা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

নাটকটি আদিবাসীদের জীবন, তাদের উপর নির্জাতন এবং আদিবাসীদের লড়াকু মনভাবের প্রতিফলনকে উপস্থাপন করার চাষ্টা মাত্র।
তারিখঃ
সমবার, জানুয়ারি ৩০, ২০১২
সময়ঃ
বিকেল ৬.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত।র
স্থানঃ
টি.এস.সি.

শো

বুধবার, ৪ জানুয়ারী, ২০১২

কিছু মুখ...। না বলা অনেক কথা.....................।



১৫ দিন পরের অবস্থা......।।

১৫ দিনের এক লম্বা বিরতির পর আবার শুরু করলাম মোহড়া। দেখলাম সব যেন গুলিয়ে গেছে। ২ দিন কাজের পর রান থ্রু করেছিলাম। অবস্থা এতোই শোচনীয় যে বসে থাকতে কষ্ট হচ্ছিল। আজ অনেকটাই হতাশা নিয়ে কাজ শেষ করলাম। বুঝতে পারলাম আমাদের বর্তমান অবস্থান। তাছাড়া আজই নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে এরিনাতেই উপস্থাপনা করতে হবে। আমার নাটকের অভিনেতারা সত্যিই নতুন। তাই অভিজ্ঞতাও কিছুটা কম। এদিকে মাত্র ১৮ দিন বাঁকি তাই বুঝতে পারছি অনেক বড় একটা মোকাবিলা করতেই হবে। আল্লাহ সহায়।